যুক্তরাষ্ট্রে রেকর্ড হলো ৫০০ মাইল লম্বা বিশ্বের দীর্ঘতম বজ্রপাত

|

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে দীর্ঘ বজ্রপাত রেকর্ড হল যুক্তরাষ্ট্রে। প্রায় ৫০০ মাইল লম্বা এই বজ্রপাতটি ২০২০ সালে একসাথে দেশটির তিনটি অঙ্গরাজ্যে আঘাত হানে ।

গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা ডব্লিউএমও। সম্প্রতি, স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে এটি শনাক্ত করেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, সে বছর এপ্রিলে মিসিসিপি, লুইজিয়ানা, টেক্সাস অঙ্গরাজ্যের ৭৬৮ কিলোমিটার এলাকাজুড়ে বজ্রপাতটি হয়েছিল, যা আগের সর্বোচ্চ রেকর্ডের তুলনায় প্রায় দ্বিগুণ। এর আগে ২০১৮ সালে ৪৪০ কিলোমিটার দীর্ঘ ব্জ্রপাত রেকর্ড হয়েছিল ব্রাজিলে।

আরও পড়ুন: বেলজিয়ামের পাসপোর্টে বিভিন্ন কমিক চরিত্র

এদিকে, সবচেয়ে দীর্ঘস্থায়ী বজ্রপাতের আরেকটি ঘটনা শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। ২০২০ সালে উরুগুয়ে ও আর্জেন্টিনায় হওয়া বজ্রপাতটি ১৭ দশমিক এক সেকেন্ড স্থায়ী হয়েছিল। সাধারণত, বজ্রপাত ১ সেকেন্ড স্থায়ী ও ১৬ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়। তাই আশঙ্কাজনক এমন বিস্তার নিয়ে নিয়ে উদ্বেগ জানাচ্ছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন: ঝড়ে উল্টেই যাচ্ছিল যাত্রীবাহী বিমান, ভিডিও ভাইরাল!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply