আইপিএল ফাইনালে ফের বৃষ্টির হানা

|

ছবি: সংগৃহীত

আইপিএল ফাইনালের নির্ধারিত দিন বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর রিজার্ভ ডে’তেও বাগড়া দিলো আবহাওয়া। গুজরাট টাইটান্সের দেয়া ২১৫ রানের লক্ষ্যে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং শুরু হওয়ার পরই নামে মুষলধারায় বৃষ্টি। গ্রাউন্ডসম্যানরা মাঠ ঢাকার আগেই পিচ ও আউটফিল্ড ভিজে গেছে অনেকটাই।

ডাকওয়ার্থ লুইস মেথড পদ্ধতিতে ৫ ওভার শেষে চেন্নাইয়ের প্রয়োজনীয় রান বিনা উইকেটে ৪৩, ১ উইকেটে ৪৯, ২ উইকেটে ৫৬, ৩ উইকেটে ৬৫।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে সাই সুদর্শনের ৪৭ বলে ৯৬ রানের দুর্ধর্ষ ইনিংসের সাথে ঋদ্ধিমান সাহার ফিফটি ও শুবমান গিল-হার্দিক পান্ডিয়ার ক্যামিওতে ভর করে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান করে আসরের বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট।

জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ শামির ওভারে ৩ বলে ৪ রান তোলেন রুতুরাজ গায়কোয়াড। এরপরই শুরু হয় বৃষ্টি।

আরও পড়ুন: সুদর্শন-ঝড়ে ফাইনালে চেন্নাইকে ২১৫ রানের লক্ষ্য দিলো গুজরাট

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply