অঘোষিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি পর্তুগাল-স্পেন

|

ছবি: সংগৃহীত

নেশনস লিগের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে মুখোমুখি হবে দুই জায়ান্ট স্পেন ও পর্তুগাল। গ্রুপের আরেক ম্যাচে লড়বে সুইজারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।

গ্রুপ ২ থেকে সেমিফাইনালের লড়াইয়ে এগিয়ে আছে পর্তুগাল। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে পর্তুগীজরা। এই ম্যাচে ড্র আদায় করলেই শেষ চারে পৌঁছে যাবে সান্তোস শিষ্যরা। নিজেদের সবশেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল পর্তুগাল। রোনালদো সেরা ছন্দে না থাকলেও ব্রুনো ফার্নান্দেজ, বার্নাদো সিলভারা আছেন ফর্মে। স্পেনের বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন লেফট ব্যাক হোয়াও ক্যানসেলো। গ্রুপ পর্বে পর্তুগাল-স্পেনের প্রথম ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে।

তবে এখন পর্যন্ত দুই দলের অতীতের সব ম্যাচ হিসেব করলে ফেভারিটের তকমা পাবে স্পেন। কারণ, দুই দলের ৩৯ দেখায় ১৭টিতেই জয় স্প্যানিশদের। আর পর্তুগাল জিতেছে মাত্র ৬ ম্যাচ। এই ম্যাচে স্পেন একাদশে আসবে পরিবর্তন। একাদশে ফিরতে পারেন ড্যানি কারভাহাল। বিশ্রাম দেয়া হতে পারে গ্যাবি ও পেদ্রির যে কোনো একজন মিডফিল্ডারকে।

আরও পড়ুন: ওয়েম্বলির থ্রিলারে সমানে সমান জার্মানি-ইংল্যান্ড

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply