ইতালির কাছে হেরে ব্যর্থতার বৃত্তে বন্দি ইংল্যান্ড

|

ছবি: সংগৃহীত

কিছুতেই কাটছে না ইংল্যান্ডের বাজে ফর্ম। টানা ব্যর্থটার বৃত্তে আটকে রয়েছে দলটি। এবার উয়েফা নেশনস লিগে ইতালির কাছে ১-০ গোলে হেরে ‘বি’ লিগে অবনমন হয়েছে ইংল্যান্ডের। এই জয়ে নেশনস লিগের ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ইতালি।

শেষ চার আন্তর্জাতিক ম্যাচে মাত্র এক গোল করা ইংল্যান্ড পুরোটা সময়জুড়ে ভুগলো ফিনিশিং দুর্বলতায়। বল দখল ও আক্রমণে পিছিয়ে থাকলেও কাউন্টার অ্যাটাকে সুযোগ তৈরি করে রবার্তো মানচিনির ইতালি। হেরে গিয়ে উয়েফা নেশনস লিগের দ্বিতীয় স্তরে নেমে গেছে ইংল্যান্ড।

শুরু থেকেই বল নিজেদের দখলে রেখে খেলতে থাকে ইংল্যান্ড। গোল মুখে ৫’টি শট নিয়ে কেবল একটি লক্ষ্যে রাখতে পারে তারা। ৬৮ মিনিটে রাসপাদোরির দুর্দান্ত গোলে লিড নেয় ইতালি। লিওনার্দো বোনুচ্চির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান রাসপাদোরি।

ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়ায় ইংল্যান্ড। সুযোগ তৈরি করলেও তা ব্যর্থ করে দেন গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারামা। শেষদিক দু’দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও বাড়েনি স্কোরলাইন। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালি।

আরও পড়ুন: প্রীতি ম্যাচে একই ব্যবধানের জয় পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply