সাফ চ্যাম্পিয়নশিপে সাফল্যের কারণ হিসেবে যে ৫টি পয়েন্ট উল্লেখ করেছেন কাজী সালাহউদ্দিন

|

নেপালে থেকে সাফ চ্যাম্পিয়নশিপ জিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে চড়ে বাফুফে ভবনে পৌঁছায় বাংলাদেশের খেলোয়াড় ও কোচিং স্টাফ। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন জানিয়েছেন বাংলাদেশের সাফল্যের ৫ কারণ।

বাফুফে সভাপতি বলেছেন, সাফল্য পেতে একা বা একটি মুহূর্ত নয়, সবার সমর্থন দরকার। এদেশে ফুটবল চালাতে খেলোয়াড়, কোচিং স্টাফ, সরকারের সহযোগিতা, জনগণের সহযোগিতা ও মিডিয়ার সহযোগিতা দরকার। এসব বিষয়গুলো একসাথে প্রয়োগ করতে পারলে জয় আসবেই। সাফ চ্যাম্পিয়নশিপে এই ৫টি বিষয়ের যোগসূত্র ঘটেছে দেখেই সাফল্য এসেছে।

অনুষ্ঠানের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের বিশেষভাবে ধন্যবাদ দেন কাজী সালাহউদ্দিন। বলেছেন, আজকে যে এতো দর্শক এসেছে তার পেছনে সাংবাদিকদের বিশাল অবদান রয়েছে। সাংবাদিকরা পজেটিভ রোল প্লে করেছেন।

আরও পড়ুন: ‘২০১২-১৫ পর্যন্ত খেলোয়াড়দের খরচ আমি ও কাজী সালাহউদ্দিন বহন করেছি’

বাফুফে সভাপতি আরও বলেছেন, আমাদের সামনে কোনো সমস্যা থাকলে আমাদের খুঁজে বের করতে হবে। আরও বলেন, আপনারা সবাই জানেন আমাদের প্রধানমন্ত্রী খেলাধুলা পছন্দ করেন। আমরা সমর্থন চাই। এটা সাফল্যের শুরু মাত্র। এমন আরও সাফল্য আমাদের আসবে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply