বার্সা ভক্তদের সাথে ছবি তোলার সময় লেভানডোফস্কির ৬৭ লাখ টাকার ঘড়ি চুরি

|

ক্যাম্প ন্যুত রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচে লেভানডোফস্কি। ছবি: সংগৃহীত

নিজ ক্লাব বার্সেলোনার ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় রবার্তো লেভানডোফস্কির ৬৭ লাখ টাকার ঘড়ি চুরি হয়েছে। অবিশ্বাস্য হলেও এমন ঘটনাই ঘটেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, বার্সার অনুশীলনকেন্দ্রের বাইরে ঘড়ি চুরির শিকার হয়েছেন লেভা। তবে চোরকে গ্রেফতারের পাশাপাশি ঘড়িটাও উদ্ধার করেছে পুলিশ।

বার্সার অনুশীলনের উদ্দেশ্যে যথাসময়ে হাজির হয়েছিলেন পোলিশ তারকা লেভানডোফস্কি। বরাবরের মতো ভিড়ও জমেছিলো বার্সার ভক্ত-সমর্থকদের। তাদের সঙ্গেই কুশলাদি বিনিময় করে ছবি তুলছিলেন লেভা। তখনই গাড়ির পেছনের দরজা খুলে তার ঘড়িটা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে চোর।

আরও পড়ুন: উইন্ডিজ এ দলকে ৪৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

চোরকে দৌড়ে ধরতে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেন লেভা। পুলিশ এসে চোরকে গ্রেফতার করে ঘড়িটাও উদ্ধার করেন। এমন ঘটনার শিকার হলেও অনুশীলনে ছেদ পড়েনি পোলিশ তারকার। রোববার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply