লেস্টার ছাড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা, দলে পেতে ৪ দলের কাড়াকাড়ি

|

ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছাড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী। এই রক্ষণাত্মক মিডফিল্ডারের সার্ভিস পেতে চায় এভারটন, নটিংহ্যাম ফরেস্ট, ওয়েস্ট ব্রম ও মিডলসবরো।

২৪ বছর বয়সী এই ফুটবলার লেস্টার সিটির একাদশে সুযোগ পান না নিয়মিত। কোচ ব্রেন্ডন রজার্সের পরিকল্পনায়ও খুব বেশি গুরুত্ব পান না হামজা। হামজাকে পেতে ওয়েস্ট ব্রম ও মিডলসবরো ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে লেস্টারের সাথে। এবার সেই দৌঁড়ে যোগ দিয়েছে এভারটন ও নটিংহ্যাম ফরেস্ট।

এভারটন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড হামজাকে দলে চান দলের রক্ষণাত্মক শক্তি বাড়াতে। গত মৌসুমে ৩৮টি ম্যাচে ৬৬ গোল খেয়েছে দলটি। ২০ দলের মধ্যে তাদের অবস্থান ছিল ১৬তম। অন্যদিকে অস্টম অবস্থানে আসর শেষ করেছে লেস্টার।

আরও পড়ুন: বর্তমানে ভারতীয় ক্রিকেটই সবচেয়ে শক্তিশালী, স্বীকার করলেন আফ্রিদি

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply