কে জিতবে চ্যাম্পিয়ন্স লিগ, জানালো ‘ভবিষ্যৎদ্রষ্টা’ কচ্ছপ

|

ইয়েলো নামের এই কচ্ছপই জানিয়েছে ইউসিএল জয়ীর নাম। ছবি: সংগৃহীত

আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কে জিতবে সেটি জানতে চাওয়া হয়েছিল এক ‘ভবিষ্যৎদ্রষ্টা’ কচ্ছপের কাছে। অভিনব কায়দায় জবাবও দিয়েছে সেই উভচর প্রাণিটি। প্যারিসে শনিবার (২৯ মে) অনুষ্ঠিত হতে যাওয়া রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুলের ফাইনালে জয়ীর নামও বলেছে এই কচ্ছপ। খবরটি প্রকাশ করেছে মার্কা।

স্পেনে মালাগার সি লাইফ অ্যাকুরিয়ামে গত ১৫ বছর ধরে আছে ৩০ বছর বয়সী ইয়েলো নামক এই কচ্ছপ। সেটিকে দেখাশোনা করা এক ব্যক্তি কয়েক মিটার দূরে দু’টি পাত্রে ব্রকলির পাতা রেখেছিলেন। যার মধ্যে একটি পাত্রে ছিল লিভারপুলের ছবি আর অন্য পাত্রে ছিল রিয়াল মাদ্রিদ। এরপর কিছুক্ষণ ঘোরাফেরা করার পর বাঁ দিকে থাকা লিভারপুলের পাত্রটিকে বেছে নেয় কচ্ছপটি। যার মানে প্যারিসের ফাইনালে সালাহ-মানেদের হাতেই উঠবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

মালাগার এই সি লাইফ অ্যাকুরিয়ামের বিপণন পরিচালক মারিয়া মরোন্ডো বলেন, ইয়েলোকে ধরা হয় জুরাসিক টানেলের তারকা হিসেবে। তার কাছে অনেক দর্শণার্থীই অনেক কিছু জিজ্ঞেস করেন। তবে আমি আশা করবো, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ক্ষেত্রে ইয়েলোর ভবিষ্যদ্বাণী যেন মিথ্যা হয়।

আরও পড়ুন: ম্যারাডোনার স্মৃতি নিয়ে উড়ন্ত জাদুঘর

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply