সৌদি নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রভাব ফেলবে না হজে

|

ছবি: সংগৃহীত

নিজ দেশের নাগরিকদের ১৬টি দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিলেও এতে হজের ওপর কোনো প্রভাব পড়বে না। ওইসব দেশের মুসল্লীরা যথা নিয়মেই হজ পালন করতে পারবেন। সোমবার (২৩ মে) সৌদি সরকার এই তথ্য নিশ্চিত করেছে। খবর আরব নিউজের।

মূলত করোনা মহামারি বাড়তে থাকায় সৌদি নাগরিকদের ওপর ভারতসহ ১৬টি দেশে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে, ইন্দোনেশিয়া, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তানসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশ।

সৌদি সরকার জানিয়েছে, করোনা মহামারি কমে গেলে আবারও তুলে নেয়া হবে এই নিষেধাজ্ঞা। আপাতত দেশগুলোতে কোনো সৌদি নাগরিক যেন প্রবেশ না করে সেই বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন: ‘গুপ্তহত্যা থেকে বেঁচে গেছেন পুতিন’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply