মারিওপোলে বিজয় আসলেও মাইন আতঙ্কে রাশিয়া

|

মাইন অপসারণে কাজ করছে রুশ বাহিনী। ছবি: সংগৃহীত

ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল শহরের আজভস্টালের স্টিল কারখানা। গোটা এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে। তবে পুতিন বাহিনীর জন্য সেখানে বড় বাধা এখন স্থল মাইন। ইউক্রেনের সেনারা কারখানাটির দখল হারালেও আশপাশের সব সড়কে শতশত মাইন বা বিস্ফোরক পুঁতে রেখে গেছে। যা নিষ্ক্রিয় করতেই ঘাম ঝড়ছে রুশ সেনাদের। কিছুক্ষণ পরপরই ঘটছে বিস্ফোরণ।

নম-ডি-গুইরে নামে মারিওপোলে অবস্থানরত এক রুশ সেনা বলেন, এখানে কাজ করাটা খুবই কঠিন। কারণ প্রতিটি সড়কেই বসানো আছে মাইন। আমরা যেন অগ্রসর হতে না পারি সেজন্য তারা এসব পুঁতে রেখেছে। সড়ক থেকে মাইন অপসারণ করতে আরও দুই সপ্তাহ সময় প্রয়োজন।

পুতিন বাহিনী বলছে, দখল নিশ্চিত হলেও কারখানার ভেতরে সব জায়গা এখনও ঢুকতে পারেননি তারা। দিন-রাত চলছে মাইন অপসারণের কাজ।

নম-ডি-গুইরে আরও বলেন, গেলো দুই দিনে শতাধিক মাইনের রিস্ফোরণ ঘটানো হয়েছে। খুবই সাবধানের সাথে কাজ চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধে ইতালির প্রস্তাব বিবেচনা করছে রাশিয়া

উল্লেখ্য, গেলো শুক্রবার আত্মসমর্পণ করে কারখানাটিতে অবরুদ্ধ ইউক্রেনের সেনারা। পরে তাদেরকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। এর পর থেকে গোটা মারিওপোলের নিয়ন্ত্রণ চলে যায় রাশিয়ার হাতে। সূত্র: রয়টার্স।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply