ইউক্রেনে এখনও মাইলের পর মাইল ফুটছে ফুল, উৎপাদিত হচ্ছে শস্য

|

ড্রোনে ধরা পড়ে দিনিপ্রোর এই মুগ্ধকর দৃশ্য।

যুদ্ধে ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হলেও, এখনো দেশটিতে মাইলের পর মাইল এলাকায় ফুটছে ফুল, উৎপাদিত হচ্ছে শস্য।

দেশটির দিনিপ্রো এলাকার অবস্থা পর্যবেক্ষণে ড্রোন ওড়ানোর পরই, দেখা যায় চোখ জুড়ানো দৃশ্য। কয়েক একরের আবাদী জমিতে ফুটেছে হলুদ সরিষা ফুল। এই দৃশ্য ধাঁধিয়ে দিচ্ছে চোখ।

দেশটির কৃষিখাতে অন্যতম খাদ্যশস্য হিসেবে বিবেচিত হয় সরিষা। বিশ্ববাজারে সার হিসেবেও রয়েছে চাহিদা। তবে সময় মতো রফতানি করা না গেলে তৈরি হবে জটিলতা। জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ডব্লিউএফপি সতর্কবার্তায় বলেছে, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্য সরবরাহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশে সহায়তায় ডব্লিউএফপির কেনা খাদ্যপণ্যের ৫০ শতাংশই আসে ইউক্রেন থেকে। সেই সাথে, সার সংকট তৈরি হবে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন: মারিওপোলে ইস্পাত কারখানায় আটকে পড়া ২৬৪ ইউক্রেনীয় সেনা উদ্ধার

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply