মারিওপোলে ইস্পাত কারখানায় আটকে পড়া ২৬৪ ইউক্রেনীয় সেনা উদ্ধার

|

ছবি: সংগৃহীত

বন্দরনগরী মারিওপোলের ইস্পাত কারখানায় আটকে পড়া ইউক্রেনীয় সেনাদের মধ্যে ২৬৪ জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছে কিয়েভের প্রতিরক্ষামন্ত্রী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তিনি বলেন, আজভস্থল ইস্পাত কারখানায় চালানো বিশেষ অভিযানের মাধ্যমে সেনাদের বের করে আনা হয়। এর মধ্যে ৫৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকি ২১১ জনকে নেয়া হয়েছে সেনাঘাটিতে।

এখনও অবরুদ্ধ কারখানাটিতে আটকা পড়ে আছে বেশ কয়েকজন সেনাসদস্য এবং বেসামরিক নাগরিক। তাদের উদ্ধারে এখনও চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ইউক্রেনের সেনা প্রধান।

এদিকে, দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, সবার প্রাণ রক্ষায় সময় নিয়ে এবং বিচক্ষণতার সাথে অভিযান চালানো হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply