লেভার ‘সম্ভাব্য শেষ ম্যাচ’ ড্র করে মৌসুম শেষ করলো বায়ার্ন

|

ছবি: সংগৃহীত

মৌসুমের শেষ ম্যাচ ড্র দিয়ে শেষ করলো বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের ২-২ গোলে রুখে দিয়েছে ভলফসবুর্গ। ম্যাচের পর বায়ার্নের তারকা ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি বলেছেন, সম্ভবত বায়ার্নের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছি আমি।

ভক্সওয়াগেন অ্যারেনায় ভলফসবুর্গের সাথে ম্যাচে ১৭তম মিনিটে লিড নেয় বায়ার্ন মিউনিখ। কর্নার থেকে গোল করেন ডিফেন্ডার ইউসেপ স্তানিসিচ। ২৩ মিনিটে জামাল মুসিয়ালার গোল অফসাইডে বাতিল হঅলে ২ গোলের লিড নেয়া হয়নি বাভারিয়ানদের। তবে ৪০ মিনিটে মিউনিখের দলটিকে কাঙ্খিত দ্বিতীয় গোল এনে দেন ক্লাব ছাড়তে মরিয়া লেভানদোভস্কি। লিগে এটি ছিল এই পোলিশ গোলমেশিনের ৩৫তম গোল। এই নিয়ে সাত মৌসুমে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা হলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর মাধ্যমে লেভা স্পর্শ করলেন জার্মান কিংবদন্তি জার্ড মুলারের রেকর্ড।

এরপর ম্যাচে ফেরে ভলফসবুর্গ। ৪৫ মিনিটে দলের হয়ে এক গোল শোধ দেন জোনাস উইন্ড। আর ৫৮ মিনিটে ক্রুসা ভলফসবুর্গের হয়ে দ্বিতীয় গোল করলে ২-২ স্কোর লাইনে শেষ হয় ম্যাচ। বুন্দেসলিগার শিরোপা আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় নিয়ম রক্ষায় পরিণত হয় এই ম্যাচ।

আরও পড়ুন: মেসির রাতে মপিলিয়েরের জালে পিএসজির ৪ গোল

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply