বৃষ্টিতে পরিত্যক্ত বিসিবি একাদশ বনাম শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচ

|

বিকেএসপিতে বৃষ্টিতে পণ্ড প্রস্তুতি ম্যাচ।

বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বিসিবি একাদশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রস্তুতি ম্যাচ। বুধবার (১১ মে) দুপুর ১২টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হলেও পুনরায় বৃষ্টি নামলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কার সে সময়কার সংগ্রহ ছিল ১ উইকেটে ৫০ রান।

এর আগে, বিকেএসপিতে ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে বৃষ্টি বাগড়ার আগে টস জিতে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৪ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে ওপেন করতে নামেন ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে। ব্যক্তিগত ২ রানে করুণারত্নে সাজঘরে ফেরেন মুকিদুল ইসলাম মুগ্ধর বলে।

এই ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলেছেন চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত ও দারুণ ফর্মে থাকা এনামুল হক বিজয়। বৃষ্টিতে প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এই দুই ক্রিকেটারের হতাশ হওয়ার যথেষ্ট অবকাশ রয়েছে। আগামী ১৫ মে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলবে লঙ্কানরা।

আরও পড়ুন: ‘কপাল খারাপ, যখন সবচেয়ে বেশি দরকার হয় তখনই সাকিবকে পাই না’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply