মুশফিককে পরোক্ষভাবে অবসর নিতে বললেন পাপন?

|

দেশের ক্রিকেটে বর্তমানে তুমুল আলোচনা পেসার মোস্তাফিজুর রহমান সাদা বলের খেলা টেস্ট ক্রিকেটে খেলবেন কিনা সেটা নিয়ে। যদিও এই ফরম্যাটে তিনি খেলতে আগ্রহী নন সেটা আগেই জানিয়েছেন। তিন ফরম্যাটে সাকিব অটো চয়েজ হলেও তার সাদা বলে খেলা নিয়ে অনাগ্রহও আলোচনায় এসেছে বেশ কয়েকবার।

তামিম ইকবাল অবসর নিয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টি থেকে। স্লো খেলার কারণে সমালোচনার মুখে অবসর নেন এই তারকা। শেষ টেস্টে ১৫০ রানের ইনিংস খেললেও অনেকটা অভিমান করেই সাদা বলকে বিদায় জানান টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সিনিয়র ক্রিকেটারদের মধ্যে একমাত্র তিন ফরম্যাটে অর্থাৎ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত খেলার আগ্রহ আছে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের। তবে সাম্প্রতিক সময়ে মুশফিকের ফর্মহীনতার কারণে তার দিকে আঙুল তুলেছেন নাজমুল হাসান পাপন।

রোববার (৮ মে) দুপুরে শ্রীলঙ্কা সিরিজ উপলক্ষ্যে বাংলাদেশ দল চট্টগ্রাম যাওয়ার আগে কোচ এবং অধিনায়কের সাথে জরুরি সভা শেষে পাপন বলেন, সিনিয়র ক্রিকেটাররা নিজেদের নিয়ে চিন্তাভাবনা নিজেরা করলেই ভালো হয়। রিয়াদ টেস্ট থেকে সরে আসছে। তামিম টি-টোয়েন্টি খেলছে না। মুশফিক এখনও খেলছে। তবে ও হয়তো এরইমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলছে।

পাপন আরও বলেছেন, নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত খেলোয়াড়রা নিলেই ভালো হয়। এগুলা মিডিয়ায় বলার দরকার কী? এগুলা বোর্ডের সাথে বসে সিদ্ধান্ত নিলেই ভালো হয়।

খেলোয়াড়রা মন খারাপ করে খেলুক এমনটা চান না জানিয়ে বোর্ড সভাপতি বলেন, তারা হাসিমুখে খেলুক। নিজেরা সিদ্ধান্ত নিক। যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে তত ভালো। যদি সিদ্ধান্ত না নেয় একটা সময় আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুন: অজ্ঞতার কারণে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা হয়: মাহবুব

মুশফিকের সাম্প্রতিক ফর্ম ও পাপনের এমন মন্তব্য; সবমিলিয়ে তাহলে কি মুশফিককে প্রয়োজনে দুয়েক ফর‍ম্যাট থেকে অবসর নেয়ার ইঙ্গিতই দিলেন বিসিবি সভাপতি?

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply