‘আল্লাহু আকবর’ বলে ভাইরাল সেই ছাত্রীকে ৫ লক্ষ ‍রুপি পুরস্কার ঘোষণা

|

ছবি: সংগৃহীত

হিজাব পরিহিত এক তরুণী কলেজে প্রবেশ করতেই তার দিকে ‘জয় শ্রীরাম’ বলতে বলতে এগিয়ে আসে গলায় ও কাঁধে গেরুয়া ঝোলানো যুবকদের একটি মিছিল। তবে তরুণী সরে দাঁড়াননি। বরং একাই রুখে দাঁড়ান মিছিলটিকে। বলতে থাকেন ‘আল্লাহু আকবর’। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: গেরুয়া মিছিলের বিরুদ্ধে একাই রুখে দাঁড়ালেন হিজাব পরা তরুণী (ভিডিও)

টাইমস নাও নিউজের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের মাণ্ড্য প্রি-ইউনিভার্সিটি কলেজে। ‘আল্লাহু আকবর’ বলে রুখে দাঁড়ানো ওই ছাত্রীর নাম মুসকান। তার এই সাহসিকতার জন্য ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ ৫ লক্ষ রুপি পুরস্কার ঘোষণা করেছে।

Image

বুধবার (৯ ফেব্রুয়ারি) টুইট বার্তায় জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানিয়ে পুরস্কারের ঘোষণা দেন।

আরও পড়ুন: হিজাব পরায় গেরুয়া মিছিলের তোপে; যা বললেন সেই তরুণী

প্রসঙ্গত, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) হিজাব ইস্যুতে কর্ণাটকের একটি কলেজে হিন্দু-মুসলিম শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এছাড়া ক্যামেরায় ধরা পড়া শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply