নির্বাচনী প্রচারণায় ধর্মকে বিশেষ গুরুত্ব দিলেন ম্যাকরন

|

ইমানুয়েল ম্যাকরন। ছবি: সংগৃহীত।

নির্বাচনী প্রচারণায় ধর্মকে বিশেষ গুরুত্ব দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্যারিসে এক ভাষণে বলেন, পূর্বাঞ্চলীয় খ্রিষ্ট ধর্মাবলম্বীদের দেয়া সহায়তার অর্থ দ্বিগুণ করা হবে।

ম্যাকরন জানান, ২০ লাখ ইউরো থেকে বেড়ে তহবিল দাঁড়াবে ৪০ লাখ ইউরোর। কেন্দ্র ও স্থানীয় সরকার যৌথভাবে ব্যয় করতে পারবে এ অর্থ। সাধারণত মধ্যপ্রাচ্য, হর্ন অব আফ্রিকার তিন দেশ, পূর্ব ইউরোপ ও ভারতে মিশনারি স্কুলগুলো পরিচালিত হয় এই তহবিল থেকে। ফ্রান্সের রাজধানীতে ম্যাকরনের ওই আয়োজনে উপস্থিত ছিলেন ফরাসি গীর্জাগুলোর প্রতিনিধিরা।

আরও পড়ুন: পাকিস্তান সরকারের কাছে পাবজি নিষিদ্ধের সুপারিশ পুলিশের

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, পূর্ব ও মধ্যপ্রাচ্যের খ্রিস্টানরা যে অনুদান পায়, তা নিঃসন্দেহে বাড়ানো প্রয়োজন। আমরা সিদ্ধান্ত নিয়েছি তহবিলের অর্থ ২০ লাখ থেকে বাড়িয়ে ৪০ লাখ ইউরো করা হবে। উদ্যোগটি শুরু থেকেই যৌথভাবে পরিচালিত হচ্ছে। আশা করছি, আরও কার্যকর ও ঐক্যবদ্ধভাবে চালিয়ে নেয়া হবে উদ্যোগ।

আরও পড়ুন: বেলজিয়ামের পাসপোর্টে বিভিন্ন কমিক চরিত্র


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply