খোঁজা হচ্ছে বোলিং কোচ, ভাসের সাথে চলছে আলোচনা

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তান সিরিজের আগে বোলিং কোচ খোঁজা হচ্ছে বাংলাদেশের জন্য। সেই প্রক্রিয়ায় লঙ্কান বোলিং কিংবদন্তি চামিন্দা ভাসের সাথেও চলছে আলোচনা। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে আফগানিস্তান সিরিজে কোচ থাকছেন সেই রাসেল ডোমিঙ্গোই।

ওটিস গিবসন চলে যাওয়ায় শূন্য হয়ে গেছে টাইগারদের পেস বোলিং কোচের জায়গা। বিপিএলে শেষ হবার পরেই শুরু হবে আফগানিস্তান সিরিজ। সেই সিরিজের আগেই নতুন কোচ আনার প্রক্রিয়া শুরু করেছে বোর্ড। এই তালিকায় সবার উপরের নামটি শ্রীলঙ্কান সাবেক পেসার চামিন্দা ভাস। আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে পারে বোলিং কোচ। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস।

আরও পড়ুন: ক্যামেরুনে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ৬

রাসেল ডোমিঙ্গোর ভবিষ্যত নিয়েও রয়েছে শঙ্কা। তবে আফগানদের বিপক্ষে শেষ অ্যাসাইনমেন্টে দেখা যেতে পারে তাকে। এদিকে, দ্রুতই ঢাকা আসবেন টাইগারদের পুরনো গুরু জেমি সিডন্স। জালাল ইউনুসের কথায় ইঙ্গিত পাওয়া গেছে, আপাতত ব্যাটিং কোচ হলেও ভিন্ন পরিকল্পনা থাকতে পারে সিডন্সকে নিয়ে।

এদিকে, তামিম ইকবালকে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার ব্যাপারে আর জোরাজুরি করতে চায় না বোর্ড। খুব দ্রুতই এই ওপেনার টি-টোয়েন্টি নিয়ে আনুষ্ঠানিক পরিকল্পনা জানাবেন, বলছেন জালাল ইউনুস।

আরও পড়ুন: ১৩ মাস পর ফিরেও বোলিংয়ে উজ্জ্বল মাশরাফী


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply