দৈনিক সংক্রমণে আবারও শীর্ষে ভারত

|

ছবি: সংগৃহীত

দৈনিক সংক্রমণে আবারও শীর্ষ অবস্থানে ভারত। ২৪ ঘণ্টায়, দেশটির তিন লাখ ৩৩ হাজারের বেশি মানুষের দেহে মিললো ভাইরাসটি।

এদিন, ৫২৫ করোনা আক্রান্ত রোগীর মৃত্যু লিপিবদ্ধ হয়েছে দেশটিতে। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এক সপ্তাহেই ১৭ শতাংশ বেড়েছে সংক্রমণ হার। করোনা বিস্তারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। রোববার (২৩ জানুয়ারি) দেশটিতে তিন লাখের বেশি মানুষের শরীরে মিললো ভাইরাসটির উপস্থিতি। এছাড়া, দু’লাখের কাছাকাছি মার্কিনীর নতুনভাবে শনাক্ত হয়েছে করোনা। এদিন যুক্তরাষ্ট্রে প্রাণ হারান ৫৭৪ জন।

আরও পড়ুন: সদ্য করোনা মুক্ত হয়ে যে বিষয়গুলো মাথায় রাখবেন

বিশ্বজুড়ে জ্যামিতিক হারে বাড়ছে করোনার সংক্রমণ। রোববারও, পৌনে ২২ লাখ মানুষের দেহে শনাক্ত হলো ভাইরাসটি। সবমিলিয়ে মোট শনাক্তের পরিমাণ ছাঁড়ালো ৩৫ কোটি ২০ লাখ।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply