দেশের ওপর কোনো আঘাত এলে চুপ থাকবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজ নীতির কারণে কারও সাথে যুদ্ধ করবো না, তবে আঘাত এলে চুপ করে বসে থাকবে না বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরত পাঠানোর জন্য মিয়ানমারের সাথে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে ডিএসসিএসসি কোর্স ২০২১-২২ এর গ্রাজুয়েশন সেরিমনিতে গণভবন থেকে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর সম্মতিতে কোর্স সার্টিফিকেট গ্রহণ করেন ২৫১ জন সদস্য, যার মাঝে বিদেশি বন্ধু রাষ্ট্রের সদস্য ছিলেন ৪৭ জন।

সনদ বিতরণ শেষে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ যে সম্মান হারিয়েছিল, বর্তমানে সেই গৌরব ও সুনাম আবার ফিরে পেয়েছে। কারও কাছে হাত পেতে নয় বরং নিজের যা কিছু আছে তা নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। বলেন, একটি পক্ষের অপবাদ এবং ষড়যন্ত্রের পরেও নিজ গুণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা পরিস্থিতি খারাপ হলে অনলাইন ক্লাস: শিক্ষামন্ত্রী
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply