‘বাবারা তো মেয়েকে জিতিয়ে দেয়, উনি আমার চাচা; তিনিও খুশি হয়েছেন’

|

নাসিক নির্বাচনে জয়ের পর ডা. সেলিনা হায়াৎ আইভী।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে এক প্রতিক্রিয়ায় সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেছেন, মেয়ে তো জিতবেই। বাবারা তো সবসময়ই মেয়েকে জিতিয়ে দেয়। উনি যেহেতু আমার চাচা, উনি নিশ্চয় খুশি হয়েছেন; তার মেয়েই জিতেছে।

এ সময় আইভী তৈমূরের উদ্দেশে বলেন, আপনার মেয়েই জিতেছে। চাচা (তৈমূর) অনেক ভোট পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, তৈমূর ও আইভী একে অপরকে চাচা-ভাতিজি বলে সম্বোধন করেন।

আইভীর জয়ের পেছনে মানুষের অবদানই সবচেয়ে বেশি বলে উল্লেখ করেছেন তিনি। নারায়ণগঞ্জের বিষয়ে ভবিষ্যতে চাচার সাথে কথা বলবেন বলেও জানান আইভী। আগে মাঝেমধ্যে চাচা-ভাতিজির কথা হতো বলেও উল্লেখ করেন নাসিকের নবনির্বাচিত এই মেয়র।

আরও পড়ুন: ‘সরকার বনাম তৈমূর আলমের খেলা হয়েছে’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply