গরিব দেশে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া ভ্যাকসিন পাঠানোর অভিযোগ

|

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন গরিব দেশে মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া করোনার ভ্যাকসিন পাঠানো হচ্ছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা (ইউনিসেফ) এ দাবি করেছে। সাধারণত কোভ্যাক্সের আওতায় ভ্যাকসিনগুলো পেয়ে থাকে দরিদ্র দেশগুলো। এটি তদারকি করে ইউনিসেফ।

ইয়ন নিউজের প্রতিবেদনে বলা হয়, সংস্থাটি বলছে, কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে সেসব দেশের জন্য বিপুল পরিমাণ টিকা মজুত করা হয়েছিল। কিন্তু এ মুহূর্তে বেশিরভাগেরই মেয়াদ উত্তীর্ণ প্রায়। তবু তা পাঠানো হচ্ছে। সম্প্রতি এর প্রমাণও মিলেছে। গত ডিসেম্বরে গরিব দেশগুলোর জন্য প্রায় ১০ কোটি টিকা পাঠানো হয়েছিল। কিন্তু সেগুলোর মেয়াদ প্রায় উত্তীর্ণ হওয়ায় ফিরিয়ে দিয়েছে তারা।

আরও পড়ুন: লকডাউনে প্রেমিকের বাড়িতে আটকা পড়ে প্রেমিকা‌, অতপর…

বিদায়ী মাসের শেষদিকে নাইজেরিয়ায় ১০ লাখের বেশি আস্ট্রাজেনেকার টিকা পাঠানো হয়। তবে সেগুলোর মেয়াদ শেষ হওয়ায় ফিরিয়ে দেয় দেশটি। ইউনিসেফের সরবরাহ বিভাগের পরিচালক এতলোভা কাদিলি বিষয়টি স্বীকার করেন। ইউরোপিয়ান পার্লামেন্টের ডেভেলপ কমিটির বৈঠকে তিনি বলেন, এর নজির আমরা পেয়েছি। শুধু ডিসেম্বরেই ১০ কোটির বেশি টিকা প্রত্যাখ্যান করে গরিব দেশগুলো। কারণ, সেগুলোর মেয়াদ প্রায় শেষ হতে চলেছে।

একপর্যায়ে তিনি বলেন, ভ্যাকসিন রাখার জন্য পর্যাপ্ত স্টোরেজের ব্যবস্থা নেই সেসব দেশে। আগে এর ব্যবস্থা করা দরকার ছিল। তবে তার দাবিও নাকচ করে দিয়েছে ভুক্তভোগী দেশগুলো।

আরও পড়ুন: এবার ঘ্রাণ শুঁকে করোনা শনাক্ত করবে কুকুর!

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারা বলছে, বিশ্বের ধনী দেশগুলো প্রয়োজনের অতিরিক্ত টিকা মজুত করে রেখেছে। নিজেদের ব্যবহারের পর অতিরিক্তি ভ্যাকসিন গরিব দেশগুলোর জন্য অনুদান হিসেবে দিচ্ছে তারা। যেগুলোর মেয়াদ নষ্ট হয়ে গেছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply