ব্রাজিল দলে জায়গা হারালেন নেইমার

|

ছবি: সংগৃহীত।

দুই মাসের বিরতি শেষে চলতি মাসে আবারও মাঠে গড়াচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব। সেই ম্যাচকে সামনে রেখেই ব্রাজিলের দল ঘোষণা করেছে কোচ তিতে। যার মূল দলে যায়গা হয়নি নেইমার জুনিয়রের। তবে দলে ফিরেছেন বার্সেলোনার ডিফেন্ডার দানি আলভেস।

মূলত, চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন নেইমার। দলে আছেন ফিলিপ কুটিনিও। আগামী ২৮ জানুয়ারি ইকুয়েডরের আতিথ্য নেবেন তিতের শিষ্যরা। পাঁচ দিন পর ফেব্রুয়ারির শুরুতে ঘরের মাঠেই তারা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। এর আগে ১৩ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ মাতানো ক্রিকেটারদের সেরা একাদশে কোহলি-বাবরের সাথে মিরাজ

২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন নেইমার। এরপর ব্রাজিলের হয়ে এখনও পর্যন্ত ১১৬ ম্যাচে ৭০ গোল করেছেন তিনি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply