ভেনেজুয়েলার জ্বালানি পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড

|

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার এক জ্বালানি পাইপলাইনে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার (১২ জানুয়ারি) এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রায়ত্ত্ব তেল পরিশোধনাগার কোম্পানি পিডিভিএসএ। গ্যাসোলিন পাইপলাইনে এই বিস্ফোরণকে নাশকতার উদ্দেশ্যে করা হয়েছে বলে অভিযোগ করেছে রাষ্ট্রায়ত্ত্ব তেল পরিশোধনাগার কোম্পানি।

ছবি: সংগৃহীত

তবে পিডিভিএসএ এখনও নাশকতারিকে শনাক্ত করতে পারেনি। সেই সাথে নিশ্চিত করা হয়নি কোনো হতাহতের কথাও। ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। পাইপ মেরামতেও কাজ করছে একদল কর্মী।

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার পূর্বাঞ্চলীয় সবগুলো প্রদেশে এই গ্যাসোলিন লাইনটির মাধ্যমেই সরবরাহ হয় জ্বালানি। তাই এ দুর্ঘটনার পর দেখা দিয়েছে জ্বালানি সংকট। তবে দ্রুতই সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে রেকর্ড মূল্যস্ফীতি, ভোগ্যপণ্যের দাম ৪০ বছরে সর্বোচ্চ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply