কোনো পাণ্ডব ছাড়াই ১৬ বছর পর টেস্টে বাংলাদেশ

|

পঞ্চপাণ্ডব ছাড়াই টেস্টে নেমেছে বাংলাদেশ।

নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে প্রায় ১৬ বছর পর পঞ্চপাণ্ডবের কোনো সদস্য ছাড়াই টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সবশেষ ২০০৬ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চপাণ্ডবের সবাইকে ছাড়া এমন টেস্ট খেলেছিল টাইগাররা। চোটের কারণে মুশফিক খেলতে না পারায় তৈরি হয়েছে এমন শূন্যতা।

২০০৯ সালের পর আর টেস্ট খেলেননি মাশরাফী বিন মোর্ত্তজা। আর গেল বছর জিম্বাবুয়েতে সবশেষ টেস্ট খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এখন শুধু আছেন সাকিব, তামিম আর মুশফিক। মাউন্ট মঙ্গানুইয়ে টাইগারদের ইতিহাস গড়ার দিনে সাকিব-তামিম না থাকলেও ছিলেন মুশফিক। সেই একমাত্র মুশফিকও ক্রাইস্টচার্চ টেস্ট থেকে ছিটকে গেছেন চোটের কারণে। ফলে এখন ক্রাইস্টচার্চে সেই অভাব পূরণ করার আর কেউ রইলো না।

আরও পড়ুন: শেষ বিকেলের রোমাঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালো ইংল্যান্ড

এই শূন্যতা যে অনুভূত হবে তা বললেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। তিনি বলেছেন, মুশফিক ভাই অনেক সাপোর্ট করেছে। যেহেতু তিনি সবার সিনিয়র সবাই তার কথা শোনে।

মুশফিকের গুরুত্ব প্রথম ম্যাচে জয়ের পর অধিনায়কের কণ্ঠেই স্পষ্ট। এখন তার অনুপস্থিতি কেমন প্রভাব ফেলে এই ম্যাচে হয়তো মাঠেই তার প্রমাণ মিলবে।

আরও পড়ুন: লিটনের ক্যাচ মিস, ১ বলে ৭ রান দিলো বাংলাদেশ (ভিডিও)


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply