আবরার হত্যার ন্যায় বিচার হয়েছে: আইনমন্ত্রী

|

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি।

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রকৃত ও ন্যায় বিচার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, এই রায়ের মধ্যে আমরা প্রমাণ করতে পেরেছি আমাদের দেশে আইনের শাসন আছে।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায়ের বিষয়ে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এই রায়ে আপাতদৃষ্টিতে প্রকৃত বিচার ও ন্যায়বিচার হয়েছে। প্রসিকিউশন টিম ও বিচার বিভাগের সবার প্রতি কৃতজ্ঞতা। বিজ্ঞ আদালতের এই রায় প্রমাণ করেছে আমাদের দেশে আইনের শাসন আছে। এমন হত্যাকাণ্ড অপরাধ করে কেউ নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারবে না। রাজনীতি করতে পারবে না। যেহেতু এটা ডেথ রেফারেন্স, এর নথিপত্রকে বলে পেপার বুক। আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দিবো। যেনো পেপার বুক তৈরির জন্য হাইকোর্টে কোনো বিলম্ব না হয়।

আরও পড়ুন: আবরার হত্যা: ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

এসময় খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিএনপিপন্থী আইনজীবীরা যে সুপারিশ করেছেন, সেই পদ্ধতিতে অন্য কোনো দেশে মুক্তি দেয়ার নজির আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। অচিরেই সিদ্ধান্ত জানানো হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply