মার্কিনিদের ফ্রান্স ও জর্ডান সফর এড়িয়ে চলার পরামর্শ সিডিসির

|

ছবি: সংগৃহীত।

মার্কিন নাগরিকদের ফ্রান্স. জর্ডান, পর্তুগাল ও তানজানিয়া সফর আপাতত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আ্যন্ড প্রিভেনশন বা সিডিসি। সম্প্রতি প্রকাশিত নতুন একটি বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

মূলত করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের ঝুঁকি এড়াতেই এই ঘোষণা দেয়া হয়েছে। এর আগে, ওমিক্রনের উচ্চ ঝুঁকি সম্পন্ন ৮৩টি দেশের তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। এই তালিকায় মঙ্গলবার (৭ ডিসেম্বর) নতুন করে যুক্ত হয়েছে অ্যান্ডোরা, সাইপ্রাস ও লিচটেনস্টেইন।

আরও পড়ুন: নাগাল্যান্ডে গ্রামবাসীদের মেশিনগান ও গ্রেনেড দিয়ে আক্রমণ, সেনাদের ‘অভিযান’ ঘিরে রহস্য

এদিকে, ওমিক্রনের সংক্রমণ শুরুর পর আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে নতুন আইন জারি করা হয়েছে। সেখানে বিদেশি নাগরিকদের জন্য করোনা নেগেটিভ সনদ করা হয়েছে বাধ্যতামূলক। পাশাপাশি এই রিপোর্ট জমা দিতে হবে যুক্তরাষ্ট্রে প্রবেশের একদিনের মধ্যেই। এর আগে এই সময়সীমা ছিল ৩ দিন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply