পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে আরও দুদিন

|

সাইক্লোন জাওয়াদের প্রভাবে আগামী দুদিন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় ভারি বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে।

গভীর নিম্নচাপে পরিণত হলেও সাইক্লোন জাওয়াদের প্রভাবে আগামী দুদিন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় থাকবে ভারি বৃষ্টিপাত। সোমবার (৬ ডিসেম্বর) ভোরের পূর্বাভাসে এ কথা জানিয়েছে ভারতের জাতীয় আবহাওয়া অধিদফতর।

একদিন আগেই ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ে জাওয়াদ। যার প্রভাবে রাজ্যটির পারাদ্বীপ বন্দরে ব্যহত সব কার্যক্রম। নষ্ট হয়েছে বিপুল পরিমাণ ফসল।

এদিকে, কলকাতাসহ পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে হচ্ছে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত। উপড়ে পড়েছে বহু গাছপালা, বিদ্যুতের খুঁটি। সাময়িকভাবে বিচ্ছিন্ন কয়েকটি এলাকার বিদ্যুৎ সংযোগ। বন্ধ রয়েছে হুগলি নদীতে যান চলাচল।

সমুদ্র এলাকার পর্যটন কেন্দ্রগুলো এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে দুই হাজারের বেশি মানুষকে।

আরও পড়ুন : পরীক্ষার হলে ১৬ পরীক্ষার্থীর কাছে পাওয়া গেল বই!

অবশ্য আজ সোমবার থেকে জেলেদের চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা রয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply