পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সে খুশি পাপন

|

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। তবে দল হারলেও খেলোয়াড়দের দারুণ লড়াইয়ে মন ভরে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের।

শনিবার (৪ ডিসেম্বর) বিসিবি প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান বিসিবি প্রেসিডেন্ট।

পাপন বলেন, দারুণভাবে ইনফর্ম পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের পরই মানসিকভাবে পিছিয়ে থাকা বাংলাদেশ সিরিজ খেলতে নামে। অনেকেই আমাকে বলেছে, সিরিজটা বাদ দেয়া যায় কি না। এরকম একটা অবস্থায় লিটন, সৌম্য, সাকিব, মুশফিক, মোস্তাফিজদের মতো নিয়মিত খেলোয়াড়দের বাদ দিয়ে অনেকটাই আনকোরা একটা দলকে খেলিয়েছি আমরা। দল হয়তো হেরেছে, তবে তারা যেভাবে লড়াই করেছে তাতে আমার মন ভরে গেছে। কিন্তু তাদের কৃতিত্ব তো কেউ দিলো না! তাদের একটু সমর্থন দিন আপনারা।

আরও পড়ুন: ‘পিচ নিয়ে কেন এত কথা হয় বুঝি না’

পাইপলাইনে ভালো ক্রিকেটার নেই কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, তরুণ খেলোয়াড়দের সমর্থন না দিয়ে পাইপলাইনে খেলোয়াড় নেই বললে তো হবে না। তাছাড়া কেউ তো আমাদের সেই দলকে বি টিম, সি টিম কিছু বললেন না। অন্য দেশ কয়েকজন খেলোয়াড় ছাড়া খেলতে আসলেই কেবল এসব কথা বলা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply