‘পিচ নিয়ে কেন এত কথা হয় বুঝি না’

|

সবাই এমন পিচ চায় যাতে তার দেশ জিতে। কিন্তু বাংলাদেশের পিচ নিয়েই শুধু কেন কথা হয় তা আমি বুঝি না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (৪ ডিসেম্বর) বিসিবি প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে পাপন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি সিরিজ হারলে কার কী লাভ হতো? বরং ওই দুটি সিরিজ জিতে আমরা যে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করলাম সেটি তো কেউ বলছে না। আজাজ প্যাটেল আজ ভারতে ১০ উইকেট নিলো। সেটি তো পেস বোলিং বান্ধব উইকেট না। সে কারণে কি ভারতের সমালোচনা হচ্ছে?

আরও পড়ুন: এবার ক্রিকেটারদের নাম লিখতে ভুল করলো বিসিবি

পাপন আরও বলেন, শ্রীলঙ্কার স্পিনাররা উইন্ডিজের বিরুদ্ধে এতগুলো উইকেট নিলো। কেউ কি বলেছে যে, শ্রীলঙ্কান বোর্ড ওদের ক্রিকেট ধ্বংস করে দিয়েছে? তাহলে আমাদের সমালোচনা করার কারণ কী? আমাদের এখানে জিতলেও তো সমস্যা! জোর করে হারতে হবে নাকি আমাদের? তাই না জেনে বলা আর জেনেশুনে বলা আলাদা ব্যাপার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply