নীলফামারীতে জঙ্গিবিরোধী অভিযান; বোমা উদ্ধার, আটক ৭

|

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পুটিহারী মাঝাপাড়া থেকে ৫ জঙ্গিকে আটক করেছে র‍্যাব। এসময় একটি বাড়ি থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব।

আজ শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে সোনারায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত শরিফুল ইসলাম ওরফে শরিফ তার বাড়িতে বোমা তৈরি করতো। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর থেকে শরিফুল ইসলামের বাড়ি ঘিরে রাখে র‍্যাব-১৩ নীলফামারী সিপিসির সদস্যরা। পরে সেখানে র‍্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা ও বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বাড়ি থেকে একটি বিস্ফোরণযোগ্য শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। তবে র‍্যাব পৌঁছানোর আগেই কৌশলে পালিয়ে যায় শরিফ। বিস্ফোরকটি উদ্ধারের পর সকাল ১০টার দিকে একটি ফাঁকা স্থানে বিস্ফোরণ ঘটান বিস্ফোরক দলের সদস্যরা। এর আগে সোনারায় ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জঙ্গি সদস্যকে আটক করা হয়।

আরও পড়ুন: ‘কারো মনে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারেনি’ সাবেক স্ত্রীকে লিখে স্বামীর আত্মহত্যা

এ ঘটনায় শরিফুলের স্ত্রী ও তার শ্বাশুড়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃত অন্যান্যরা হলেন অহিদুল ইসলাম, ওয়াহেদ আলী, আব্দুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম ও নুর আমীন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply