অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ভারত ‘এ’ দলকে ২ উইকেটে হারালো বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

ভারতে চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। রাকিবুল হাসানের দল ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে হারিয়েছে ২ উইকেটে।

কলকাতায় অনুষ্ঠিত হওয়া এ ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত স্কোরবোর্ডে তোলে ২৪৫ রান। জবাব দিতে নেমে ২ উইকেট আর ১০ বল হাতে রেখেই এ রান টপকে যায় বাংলাদেশ।

ভারতের দেয়া ২৪৬ রানের টার্গেটের জবাব দিতে নেমে ইফতেখারকে সাথে নিয়ে ৮৫ রানের ওপেনিং জুটিতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন মাহফিজুল ইসলাম। শেষ পর্যন্ত তার ৯১, ইফতেখারের ৩৪, নওরোজ নাবিলের ৩৫ ও শেষদিকে মেহেরাব হোসেনের ঝড়ো ৩৮ রানে কষ্টকর জয় পায় বাংলাদেশ।

আরও পড়ুন: পাকিস্তানের তুলনায় যতটুকু পিছিয়ে বাংলাদেশের পেসাররা

এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে হারনুর সিংয়ের ১১১ রানে বড় স্কোরের ভিত পায় স্বাগতিকরা। এছাড়া দলের অধিনায়ক এস কে রশিদ করেন ৩০ রান। তবে যুবা টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮ ওভার ১ বলেই ২৪৫ রানে গুটিয়ে যায় ভারত। তানজিম হাসান সাকিব ৩, আর দুটি করে উইকেট নিয়েছেন জামান-মুশফিক ও রকিবুল।

আগামী বুধবার (১ ডিসেম্বর) ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply