বিরোধী দলের কাছে টাকা পাচারকারীদের তালিকা চাইলেন অর্থমন্ত্রী

|

বিরোধী দলের সদস্যদের কাছে বিদেশে টাকা পাচারকারীদের তালিকা চেয়েছেন অর্থমন্ত্রী। সংসদ অধিবেশনে তিনি বলেন, তালিকা দিলে অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে, পাকিস্তান ক্রিকেট দলের পক্ষ নিয়ে কথা বলায় বিএনপি’র সংসদ সদস্য হারুন অর রশিদের ওপর ক্ষোভ ঝাড়েন সরকারদলীয় এমপি’রা।

একাদশ জাতীয় সংসদের পনেরতম অধিবেশনে আজ শনিবার (২৭ নভেম্বর), স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, নির্বাচনী সহিংসতা ভোটের কারণে নয়, জমিজমার বিরোধে।

আরও পড়ুন: মন্ত্রিত্ব একটি চ্যালেঞ্জিং জব: কাদের

অর্থপাচার নিয়ে বিএনপি’র সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে পাচারকারীদের তালিকা চেয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, তালিকা পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, ক্রিকেট মাঠে পাকিস্তানের পতাকা উত্তোলন নিয়ে কথা বলেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ। পতাকা ওঠানো নিয়ে সমালোচনা বিদ্বেষপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ‘পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলেসংসদে জাতীয় পার্টির মহাসচিব


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply