ঘোষণা ছাড়াই বন্ধ গার্মেন্টস; রাস্তা অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

|

পূর্ব ঘোষণা ছাড়াই পোশাক কারখানা বন্ধ করে দেয়ায়, বিক্ষোভ করছেন রাজধানীর আলিফ গার্মেন্টসের শ্রমিকরা। এসময় তারা মিরপুর রোড অবরোধ করে রাখে। ফলে গাড়ি চলাচল করতে না পারায় জ্যামে ওঈ রাস্তায় চলাচকারী মানুষেরা প্রচন্ড ভোগান্তিতে পড়েছে।

বুধবার সকালে শ্যামলী এলাকায় রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকরা জানান, ঈদের ছুটির পর কোন রকম ঘোষণা ছাড়াই আলিফ গ্রুপের ৩টি পোশাক কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা ১১টার দিকে মূল সড়ক থেকে সরে আসে শ্রমিকরা।

এদিকে মালিক পক্ষ জানিয়েছে, ঘোষণা দিয়ে কারখানা বন্ধ করে দেওয়া হলে, শ্রমিকরা তিন মাসের বেতন ভাতা পাবেন।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, গার্মেন্টস বন্ধ করতে হলে ৩ মাসের বেতন দিয়ে বন্ধ করতে হয়। তাই তাদের ৩ মাসের বেতনের দাবিতে আন্দোলন করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply