২১২ ছাগল ছিনতাইয়ের মামলায় ছাত্রলীগ নেতার জামিন

|

২১২টি ছাগল ছিনতাইচেষ্টার মামলায় চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি মুজাহিদ আজমী তান্না।

আজ হাইকোর্টে জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আঞ্জুমান আরা বেগম মুন্নী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

উল্লেখ্য গত ১১ আগস্ট মুজাহিদ আজমী তান্নাসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন র‍্যাব-২।

এজাহার থেকে জানা যায়, যশোরের বারোবাজার পশুরহাট ও ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে গত ১১ আগস্ট সকালে ঢাকায় আসে পাঁচ ছাগল ব্যবসায়ী। তাদের ২১২টি ছাগল ছিনতাইকারীরা নিয়ে যায় এবং একটি ক্লাবে পাঁচ ব্যবসায়ীকে আটকে রাখে। পরে র‍্যাব-২ ব্যবসায়ীদের উদ্ধার করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply