মানসিক ভারসাম্যহীন তরুণীকে নিয়ে বিপাকে আশ্রম কর্তৃপক্ষ

|

পাবনা প্রতিনিধি:

অসহায় ও আশ্রয়হীনদের বিনামূল্যে আশ্রয় দেওয়ায় অনেক সময় আশ্রয়দাতাদেরই বিপদে পরতে হচ্ছে। সম্প্রতি পাবনা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে এমটাই ঘটনা ঘটছে।

আশ্রমে আশ্রয় নিয়ে সুযোগে বুঝে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে ফেলে পালিয়েছে তার মা। এখন সেই তরুণীকে নিয়ে বেকায়দায় পরেছে আশ্রম কর্তৃপক্ষ। এ ঘটনায় পাবনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জানা গেছে, সারা দেশ থেকে প্রতিদিন অসংখ্য মানসিক রোগী চিকিৎসার জন্য পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রম সংলগ্ন মানসিক হাসপাতালে আসেন। হাসপাতালে স্থান সংকুলান সাপেক্ষে নতুন রোগী ভর্তি করে হাসপাতাল কর্তৃপক্ষ। যারা ভর্তি হতে পারে না কিংবা অসময়ে আসেন মানসিক হাসপাতালে তাদের জন্য কোনো থাকা খাওয়ার ব্যবস্থা না থাকাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম কর্তৃপক্ষ বিনামূল্যে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে থাকে। গত ১২ জুন এক যুবতি মানসিক রোগীকে নিয়ে আশ্রমে আশ্রয় নেন তার মা। সুযোগ বুঝে ওই মানসিক ভারসাম্যহীন তরুণীকে ফেলে রেখে পালিয়ে গেছে তার মা।

এ ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর অনুকূল-চন্দ্র সৎসঙ্গ আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস কুমার রায় বলেন, আশ্রমে যারা আশ্রয় নেন তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। কিন্তু এই ভদ্রমহিলা আসার পরপরই অন্য রোগীর স্বজনদের কিছু সময়ের জন্য তার মেয়েকে দেখতে বলে কিছু কাগজ আনার কথা বলে পালিয়ে গেছে। যে কারণে তার তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। বিভিন্নভাবে চেষ্টা করেও তার নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে তিনি সরকারি-বেসরকারি সংস্থার সহযোগিতা কামনা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply