চামড়া নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক বসছে বিকালে

|

কাঁচা চামড়ার দরপতন নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে, বিকালে ত্রিপক্ষীয় সভা বসছে বাণিজ্য মন্ত্রণালয়।

সভায় উপস্থিত থাকবেন নীতিনির্ধারকসহ আড়ৎদার এবং ট্যানারি মালিকরা।

সভায় বেধে দেওয়া দরে কাঁচা চামড়া বিক্রয়ের বিষয়টি গুরুত্ব পাবে। যদিও এরইমধ্যে আড়তদাররা জানিয়েছেন, বকেয়া অর্থ আদায় ছাড়া ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করবেন না।

বাণিজ্য মন্ত্রণালয়ে বকেয়া টাকার তালিকা দেবেন আড়তদার সমিতির নেতারা। সারা দেশে প্রায় ৪শ কোটি টাকা আটকে রেখেছে বলেও অভিযোগ তাদের।

আর ট্যানারি মালিকরা জানিয়েছেন, শতভাগ বকেয়া পরিশোধ সম্ভব নয়।

এ নিয়ে চামড়া খাতে নতুন জটিলতা তৈরি হয়েছে।

চামড়া রফতানির সিদ্ধান্ত পুর্নবিবেচনার আহ্বান জানানোর কথা রয়েছে ট্যানারি মালিকদের। ত্রিপক্ষীয় সভায় এসব বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply