কাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

|

কাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লী সফরের এজেন্ডা আর দ্বিপাক্ষিক সম্পর্কের সব বিষয় নিয়ে তিনদিনের এই সফরে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

তবে কোন চুক্তি বা সমঝোতা যে হবে না, সেটিও নিশ্চিত। এমনকি কবে নাগাদ বহু প্রত্যাশিত তিস্তার পানিবন্টন চুক্তি হতে পারে সেটিও অনিশ্চিত।

মূলত অমীমাংসিত সব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর মোমেনের সাথে বৈঠক করবেন তিনি। সেখানে লাইন অব ক্রেডিটের আওতায় ভারত থেকে পাওয়া ঋণের টাকা কিভাবে সহজে ছাড় করানো যায়, সে বিষয়ে আলোচনা করতে চায় ঢাকা।

এছাড়াও, অক্টোবরের শুরুতে দিল্লী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরের আলোচ্য ঠিক করতেই মূলত ঢাকা আসছেন এস জয়শঙ্কর। এসময়, প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎও করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

সফর শেষে ২১ আগস্ট সকালে ঢাকা ছাড়বেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply