রাস্তার মালিকানা দাবি করে ইট তুলে নিয়ে গেলো আওয়ামী লীগ নেতা!

|

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একটি রাস্তার ইট তুলে নিয়েছেন জেলা আওয়ামী লীগের এক নেতা। আওয়ামী লীগ নেতা রাস্তার মালিকানা দাবি করে এমনটা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন উপজেলার ভাটরাই গ্রামের এমদাদুল হক নামের এক ব্যক্তি।

জানা যায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ১৩ আগস্ট ভাটরাই মাঝপাড়া মখলিছুর রহমানের বাড়ি থেকে ইছবর আলির বাড়ি পর্যন্ত ভাটরাই-চন্দ্রনগর-নিগারেরপাড় রাস্তার ইট সলিংয়ের প্রায় ৫ হাজার ইট জোর করে তুলে নিয়ে যান। রাস্তাটি সরকারি অর্থে তৈরি করা হলেও রাস্তাটির মালিকানা দাবি করে দুলাল ইট তুলে নেন।

পরে ইট চুরির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন এমদাদুল হক নামের এক ব্যক্তি।

পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া বিষয়টি স্বীকার করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply