ট্রেনে কাটা পড়ে মারা গেল ১৯ ছাগল, ১ ভেড়া

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ১৯ ছাগল ও ১ ভেড়া মারা গেছে। শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেল স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা দর্শনার আকন্দবাড়িয়া মাঠে ছাগল ও ভেড়া চড়াচ্ছিলেন বেশ কয়েকজন রাখাল। এ সময় দুপুর পৌনে ২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনটি আকুন্দবাড়িয়া গ্রাম অতিক্রম করার সময় কাটা পড়ে ১৯টি ছাগল ও ১টি ভেড়া। এর মধ্যে আকন্দবাড়িয়া গ্রামের নূর ইসলামের ৭টি ছাগল ও ১ ভেড়া, রায়হানের ৬টি, জনির ৩টি, রহিমার ১টি ও কাশেমের ২ টি ছাগল রয়েছে।

দর্শনা রেল স্টেশনের সংকেত বিভাগের প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ঘটনাটি আমি শুনেছি। যদি স্টেশনের প্লাটফর্মে কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করি। তবে রেল লাইনে গবাদি পশু পাখি চরানো ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ। এটি একটি দুর্ঘটনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply