হার দিয়ে লা লিগা শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা

|

Soccer Football - La Liga Santander - Athletic Bilbao v FC Barcelona - San Mames, Bilbao, Spain - August 16, 2019 Athletic Bilbao's Aritz Aduriz celebrates scoring their first goal as Barcelona's Ivan Rakitic looks dejected REUTERS/Vincent West

হার দিয়ে লা লিগা শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আতলেটিকো বিলবাও’র কাছে শেষ মুহুর্তের গোলে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। এদিকে বুন্দেসলিগার প্রথম ম্যাচে লেভানডভস্কির জোড়া গোলে হার এড়িয়েছে বায়ার্ন মিউনিখ।

বিলবাও’র মাঠে এদিন মেসিকে ছাড়াই মাঠে নামে কাতালানরা। মৌসুমের নতুন রিক্রুট আতোয়াইন গ্রিজম্যান প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও কাছে লাগাতে পারেননি। বিলবাও গোলরক্ষক সিমোনের প্রতিবন্ধকতা এড়াতে পারেননি অন্যরাও। ম্যাচের ৮৯ মিনিটে বাজিমাত করেন বিলবাও’র বদলি খেলোয়াড় আদুরিজ। কাপার ক্রস থেকে বাইসাইকেল কিকে স্টেগানকে পরাস্ত করেন ৩৮ বছর বয়সী এ ফুটবলার।

আলিয়াঞ্জ এরিনায় প্রথমার্ধেই বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের উপর চেপে বসে হার্থা বার্লিন। ২৪ মিনিটে লেভানডভস্কির গোলে লিড নিলেও ৩৬ মিনিটে লুকেবাকিও আর মিনিট দুয়েক পর গ্রুজিচের গোলের ২-১ এর লিড নিয়ে বিরতিতে যায় হার্থা বার্লিন। দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাভারিয়ানরা। তবে ৬০ মিনিটে ভিএআর থেকে পেনাল্টি পেয়ে দলের হার এড়ান লেভানডভস্কি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply