নোবেলকে নিয়ে সরগরম কলকাতার সংবাদমাধ্যম

|

সারেগামাপা খ্যাত বাংলাদেশি সঙ্গীত শিল্পী মইনুল আহসান নোবেলকে নিয়ে নানান খবর প্রকাশ করছে কলকাতা ভিত্তিক বাংলা সংবাদমাধ্যমগুলো। গত কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে নোবেলের বিরুদ্ধে কথিত এক কিশোরীর আনা অভিযোগের ভিত্তিতে ওপারে শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো মেতেছে একের পর এক প্রতিবেদন ছাপানোয়।

কয়েকটির শিরোনাম তুলে ধরা হলো।

সংবাদ প্রতিদিনের শিরোনাম, “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! নোবেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কিশোরীর”।

নিউজ এইটিন এর শিরোনাম, “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ! অভিযোগ গায়ক নোবেলের বিরুদ্ধে”।

ওয়ান ইন্ডিয়া শিরোনাম করেছে, “নাবালিকার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস গায়ক নোবেলের! বাংলাদেশী গায়ক ফের নয়া বিতর্কে”।

এশিয়া নেট নিউজের শিরোনাম ছিল, “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে সহবাস! নয়া অভিযোগ নোবেলের বিরুদ্ধে”।

মহানাগর টোয়েন্টিফোর হেডলাইন দিয়েছে, “বিয়ে করবে বলে বহুজনের সঙ্গে সহবাস করেছে, শিকার আমিও! নোবেলের বিরুদ্ধে বিস্ফোরক তরুণী”।

কলকাতা টোয়েন্টিফোর এর শিরোনাম, “নোবেলের বিরুদ্ধে সহবাসের অভিযোগ, দাবি বাংলাদেশের সংবাদমাধ্যমে”।

কোনো কোনো সংবাদমাধ্যম ফেসবুকের বরাতে, আবার কোনোটিতে ‘বাংলাদেশি সংবাদমাধ্যম’ এর বরাতে এসব খবর প্রকাশিত হয়েছে। যদিও বাংলাদেশি যেই সংবাদমাধ্যমের নাম উল্লেখ করা হয়েছে সেটি মূলধারার কোনো সংবাদমাধ্যম নয়।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, “জাতীয় সংগীত নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নেটদুনিয়ায় সমালোচিত নোবেল৷ বাংলাদেশি গায়ক পাশে পাননি তাঁর দেশকেও৷ সেখানেও সমানভাবে কটাক্ষের শিকার হয়েছেন তিনি৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে বেশ খানিকটা অস্বস্তিতে বাংলাদেশি গায়ক৷ তবে এ বিষয়ে এখনও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷”


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply