২২ আগস্ট থেকে শুরু রোহিঙ্গা প্রত্যাবাসন

|

অবশেষে ২২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন।

মিয়ানমার ও বাংলাদেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিয়ান্ট থ্রো রয়টার্সকে জানান, বাংলাদেশ থেকে পাঠানো ২২ হাজারের বেশি রোহিঙ্গাদের তালিকা থেকে প্রাথমিকভাবে ফিরিয়ে নেয়া হবে ৩ হাজার ৫৪০ জনকে।

অপরদিকে বাংলাদেশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আপাতত ছোট পরিসরে প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হয়েছে। কাউকে জোর করে ফেরত পাঠানো হচ্ছে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply