কাঁচা চামড়া রফতানি করবে সরকার

|

উপযুক্ত মূল্য নিশ্চিত করতে কাঁচা চামড়া রফতানির অনুমতি দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চামড়ার ব্যাপক দর পতনের পর, আজ বিকেলে এই সিদ্ধান্ত জানায় বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯০ সাল পর্যন্ত কাঁচা চামড়া বা ওয়েট-ব্লু লেদার’ এবং প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি করার সুযোগ ছিলো। এরপর তা বন্ধ করে দেওয়া হয়।

তবে, দাম নিয়ে সংকট তৈরি হওয়ায় আবারও রফতানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাঁচা চামড়ার গুনাগুন ধরে রাখতে, যথাযথ প্রক্রিয়া অনুসরণের অনুরোধ জানানো হয়। দেশে প্রতিবছর গড়ে ৩০ কোটি বর্গফুট ফিনিশড লেদার উৎপাদন হয়। আগামী ২০২১ সালের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে সরকার ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply