ভারতে চামড়া পাচার রোধে সীমান্তে বাড়তি সতর্কতা

|

হিলি প্রতিনিধি:

কোরবানি পশুর চামড়া পাচার প্রতিরোধে হিলি ও এর আশপাশের সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সেই সাথে সীমান্ত এলাকা গুলোতে বিজিবির পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ও বৃদ্ধি করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, কোরবানি ঈদ এলেই একশ্রেণীর চোরাকারবারিরা অধিক মুনাফার আশায় ভারতে চামড়া পাচারে তৎপর হয়ে উঠে।

সীমান্তে দিয়ে চোরাকারবারিরা যাতে কোন ভাবে ভারতে চামড়া পাচার করতে না পারে সেজন্য সীমান্ত এলাকা গুলোতে বিজিবিকে সদস্যদের সতর্ক রাখা হয়েছে।

অন্যদিকে হাকিমপুর থানা পুলিশ জানিয়েছেন, সীমান্তবর্তী গ্রাম গুলোতে পাচারের উদ্দেশ্যে কেউ যাতে চামড়া মজুদ করতে না পারে এজন্য পুলিশের পক্ষ থেকেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply