সারাদেশে সুষ্ঠুভাবে ঈদের জামাত অনুষ্ঠিত

|

রাজধানীর বাইরে, দেশের সব প্রান্তেই মুসল্লিরা আদায় করেছেন ঈদুল আজহার নামাজ।

রাজশাহীতে সকাল সাতটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। প্রধান জামাত অনুষ্ঠিত হয় আটটায়, শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এ জামাতে অংশ নেন সিটি মেয়র, স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া নগরীর পাড়া-মহল্লার বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামে সকাল পৌনে ৮ টায় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। একই কাতারে জামাতে অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, আওয়ামী লীগ-বিএনপি নেতৃবৃন্দ। পৌনে ৯ টায় একই স্থানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত।

সিলেটে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ সকাল থেকেই আসতে থাকেন ময়দানে। নামাজ শেষে উৎসবমুখর পরিবেশে কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুসল্লিরা।

বরিশালে হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়।

বৈরি আবহাওয়ার কারণে খুলনা টাউন জামে মসজিদে সকাল আটটায় হয় প্রধান জামাত। অংশ নেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply