মিন্নির জামিন আবেদন ফেরত নিয়েছেন আইনজীবীরা

|

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন ফেরত নিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে হয় জামিন সংক্রান্ত শুনানি।

এর আগে, শুনানিতে আদালত প্রশ্ন তোলেন, ঘটনার ১৮ দিন পর প্রধান সাক্ষী কিভাবে আসামি হলো?। আদালত আরও বলেন, মামলার নথিতে মিন্নির বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট তথ্য নেই।

শুনানিতে আদালত বলেছেন, ১৬৪ জবানবন্দিগুলো না দেখে তারা জামিন দিতে পারে না৷ তখন আদালত রুল ও জবানবন্দি দাখিল করতে বলেন। এসময় মিন্নির আইনজীবীরা রুল না নিয়ে আবেদন ফেরত নেয়।

২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। এ ঘটনায় রিফাতের বাবা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর ১৬ জুলাই মামলার প্রধান সাক্ষী মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। দীর্ঘ ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে রাতে মিন্নিকে গ্রেফতার দেখানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply