আকমলকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিলেন সাবেক পাক ক্রিকেটার

|

পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমলকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন তারই স্বদেশি সাবেক এক ক্রিকেটার! খোদ আকমলই বিষয়টি স্বীকার করেছেন। তিনি এখন কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলছেন।

এরইমধ্যে, আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে (আকসু) এ বিষয়ে জানিয়েছেন আকমল। ম্যাচ ফিক্সিংয়ে প্রলোভন দেখানোর বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) জানিয়েছেন তিনি। তবে, পাক ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে কানাডায় চলমান টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাদের হস্তক্ষেপের এখতিয়ার নেই। এ কথাও আকসুকে জানিয়েছেন ২৯ বছর বয়সী ক্রিকেটার।

উত্তর আমেরিকা অঞ্চলের দেশটিতে আয়োজিত গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে পাঁচ ক্রিকেটারকে খেলার ছাড়পত্র দিয়েছে পিসিবি। তাদের একজন উমর আকমল। উইনিপেগ হওকস দলের হয়ে প্রতিযোগিতায় খেলছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন আকমল। এর মধ্যেই একটি ম্যাচ শুরু হওয়ার আগে, পাকিস্তানের এক সাবেক ক্রিকেটার তার কাছে ফিক্সিংয়ের প্রস্তাব নিয়ে আসেন। এ পরিস্থিতিতে আইসিসির কাছে নিজের নিরাপত্তাও চেয়েছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply