বয়স ৯ বছর, বানিয়েছে ৩০ গেম

|

মাত্র ৯ বছর বয়সী নাইজেরিয়ার লাগোস শহরের সচ্ছল পরিবারে বেড়ে ওঠা বেসিল ওকপারা জুনিয়র বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে।

এ বয়সেই ৩০টি গেম তৈরি করেছে বেসিল ওকপারা জুনিয়র। আগে থেকেই গেম খেলার প্রতি তার তুমুল আগ্রহ ছিল। যখন তখন মোবাইল কেড়ে নিয়ে সে গেম খেলত।

এ অবস্থা দেখে মাত্র চার বছর বয়সে তার হাতে ট্যাব তুলে দেন বাবা বেসিল ওকপারা সিনিয়র। একটা সময় পরিস্থিতি এমন দাঁড়াল দিনের পুরোটা সময়ই সে গেম খেলে কাটিয়ে দিত বলছিলেন এই খুদে গেম ডেভেলপারের মা।

বিরক্ত হয়ে একদিন তিনি বললেন, সারা দিনই গেম খেল তুমি। নিজে কোনো গেম তৈরি করতে পার না? যাতে অন্য বাচ্চারা খেলতে পারে?

রাগের মাথায় কথাটা বললেও বেসিল কথাটাকে বেশ গুরুত্ব দেয়। তারপর থেকেই গেম তৈরির প্রতি আগ্রহী হয়ে ওঠে সে। তার এই আগ্রহ দেখে ল্যাপটপ কিনে দেন তার বাবা-মা।

গেম তৈরির প্রাথমিক ধাপগুলো শেখাতে ৫ থেকে ১৫ বছর বয়সীদের বুট ক্যাম্পে তাকে নিয়ে যান ওকপারা সিনিয়র। সেখানেই গেম তৈরির হাতেখড়ি হয় তার।

এরপর ফ্রি প্রোগ্রামিং ভাষা স্ক্র্যাচ ২ ব্যবহার করে সে ৩০টি গেম তৈরি করে। তবে তার তৈরি গেমগুলো এখনও প্রাথমিক অবস্থায় আছে। কম্পিউটারে স্ক্র্যাচ ২ ইন্সটলড থাকলেই কেবল গেমগুলো খেলা যাবে।

তবে তার বাবা জানিয়েছেন, চলতি মাসেই বেসিলের তৈরি করা ‘ফ্রগ অ্যাটাক’ নামের একটি গেম গুগল প্লে স্টোরে পাওয়া যাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply