শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ২০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

|

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বৈরি আবহাওয়ার কারণে বন্ধ থাকা মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ২০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে বুধবার দুপুর থেকে ফেরিসহ নৌরুটে সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি’র কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলিম জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়াতে পদ্মায় একটু ঢেউ কমেছে। তাই আজ সকাল থেকে ফেরি চলাচল শুরু করা হয়। তবে বর্তমানে ১৫ টি ফেরির মধ্যে রো রো ও কে-টাইপ সহ ৬ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে স্রোতের তীব্রতা আরো ক্ষীণ হলে অন্যান্য ফেরি গুলোর চলাচল শুরু করবে।

এছাড়া গতকাল তীব্র ঢেউয়ের কারণে ২, ৩, ৪ নম্বর ফেরিঘাটের পল্টন নির্দিষ্ট স্থান থেকে সরে গেলেও পরে তা পুনরায় ঠিক করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply